টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী মৈত্রী ট্রেনের ধাক্কায় টেম্পু চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মো. সামু মিয়ার ছেলে টেম্পু চালক মান্নান (৪৫) ও কলিমাজানী গ্রামের আজগর আলীর ছেলে নয়া মিয়া (৩৫)। এছাড়া এ ঘটনায় স্বপ্না নামে এক কলেজছাত্রী আহত হয়েছেন। স্বপ্নার বাড়ি কলিমাজানী গ্রামেই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী এলাকায় যাত্রীবাহী একটি টেম্পু রেল লাইন অতিক্রম করছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেন টেম্পুটিকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে রেল লাইন থেকে ছিটকে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় টেম্পুতে থাকা রাজাবাড়ী কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী স্বপ্না লাফিয়ে পড়লে প্রাণে বাঁচলেও আহত হন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফকরুল ইসলাম জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী