March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৪

বিদেশ ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝাবুয়া জেলার পেতলাওয়াড়ে একটি খাবারের দোকানে এ দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএফপির।

কর্মকর্তারা জানান, রেস্তোরাঁটিতে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এছাড়া ওই ভবনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক জাতীয় পদার্থ মজুত ছিল। সিলিন্ডার বিস্ফোরণে সেগুলোও বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে ওই দোকানটির ছাদ ধসে পড়েছে। এছাড়া আশ-পাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তুপের নিচে আরো অনেকেই অাটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email