নিজস্ব প্রতিবেদক : ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়াকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবু সালেহকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে গত ২৭ মে নিয়োগ পাওয়া টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবালকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর কলেজ পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে।
অপর এক আদেশে ঢাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নানকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই আদেশে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
এ বিভাগের আরো..
বিস্ফোরণের ঘটনা তদন্ত হচ্ছে, কারো গাফিলতি থাকলে, বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্র মন্ত্রী
গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়
মোর্চা করে লাভ নেই, আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ : তথ্যমন্ত্রী