June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মামা হচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক : খুব শ্রীঘ্রই মামা হতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তাদের পরিবারে নতুন সদস্যের জন্ম দিতে চলেছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা।

মামা হওয়ার খবরে স্বভাবতই খুব খুশি বলিউডের এই বজরঙ্গি ভাইজান(সালমান)। এবছর বাড়িতে ধুমধাম করে গণেশের আরাধনাও করেছেন তিনি। সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল বোন অর্পিতা ও তার স্বামী আয়ুষকেও।

প্রসঙ্গত, গত নভেম্বরই আয়ুষ শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অর্পিতা। বিয়ের একবছরের মধ্যেই সন্তানসম্ভবা তিনি।