সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় নির্মাণাধীন ভবনের কিছু অংশ ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম জানান, হতাহতদের সবাই নির্মাণশ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইজিং গ্রুপের নির্মাণাধীন দুটি ভবনের মধ্যকার সংযোগ সেতু ধসে হতাহতের এই ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
এ বিভাগের আরো..
মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
সীতাকুন্ডে বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে থাকলেও নেভেনি
সীতাকুণ্ডে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪০