March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রায় মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন নাগরিকের প্রত্যাশা পুরণ করেছে

তৌহীদ রেজা নূর : মৃত্যুদন্ড বহাল রেখে রিভিউ কমিটি আল বদর নেতা আলী আহসান মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর বিচারের যে রায় প্রদান করেছে – তা এদেশের লক্ষ লক্ষ শহীদ পরিবার ও মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন নাগরিকের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ করেছে। একাত্তরে এদেশের আপামর জনগণ ও বিভিন্ন পেশার মানুষেরা যখন হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সামিল ছিল – তখন মুজাহিদ – সাকা চৌধুরীর মতো নরঘাতকেরা মুক্তিকামী মানুষকে হত্যা করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আলবদরের নেতা হিসেবে মুজাহিদ এদেশের শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ ও হত্যা করার কাজে নেতৃত্ব দিয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের আওতায় এনে ও বিচারের রায় কার্যকর করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ২০০৮ সালের নির্বাচনে দেয়া ওয়াদা পূরণ করে চলেছেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই বিচার প্রক্রিয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। শহীদ পরিবারের সদস্যদের পক্ষে আমরা এ বিষয়ে তাঁর বলিষ্ঠ ভূমিকার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আমরা অবিলম্বে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হবে বলে আশাবাদী।

লেখক : শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান।

Print Friendly, PDF & Email