ডেস্ক প্রতিবেদন : আজ ৩০ সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের অমর পুঁথিগবেষক মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী। ১৯৫৩ সালের আজকের এই দিনে মারা যান তিনি। এ উপলক্ষে সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার নিজ গ্রাম সুচক্রদণ্ডীতে তার কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারতসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মুন্সী আবদুল করিম ১৮৭১ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুদ্দীন, মা মিসরি জান। জন্মের তিন মাস আগে তার বাবা মারা যান। মাত্র ১৬ বছর বয়সে মা-ও মারা গেলে তিনি এতিম হন। পিতৃ-মাতৃহীন আবদুল করিমকে লালনপালন করেন তার চাচা অছিরুদ্দীন।
তদানীন্তন ব্রিটিশ শাসিত পূর্ব বাংলায় মুন্সী আবদুল করিম একমাত্র সাহিত্য ব্যক্তিত্ব, যিনি মধ্যযুগে রচিত বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহে প্রথম আত্মনিয়োগ করেন। তার সংগৃহীত পুঁথির সংখ্যা আড়াই হাজারের বেশি।
আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের বিশিষ্টজনদের কাছে ‘সাহিত্যবিশারদ’ উপাধি পেয়েছিলেন আবদুল করিম। আর নদীয়ার পণ্ডিত সমাজ তাকে ‘সাহিত্য সাগর’ উপাধি দেয়।
এ বিভাগের আরো..
তোমার জ্যোস্না ধোয়া চুল
চিত্রশিল্পী কাজী আনোয়ারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
শুরু ভাষার মাস, রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি