নিজস্ব প্রতিবেদক : রাজধানীর একটি সরকারি কলেজের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে ২০ বছর বয়সী ওই তরুণীকে তার এক স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এ ঘটনায় বুধবার একটি ধর্ষণের অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন রাজধানীর ভাটারা থানার ওসি নূরুল মুত্তাকিন।
ওই কলেজ ছাত্রী বলেন, পড়াশুনার জন্য রাজধানীর মহাখালীতে একটি হোস্টেলে থাকেন। ছয় মাস আগে সবুজের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে।
তার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সবুজের দুই বন্ধু কালাম ও রাশেদুল কৌশলে তাকে কুড়িল বিশ্বরোডের পানির পাম্পের পাশের এক বাসায় নিয়ে যায়। সেখানে সবুজ ছিল। সবুজের দুই বন্ধু চলে আসার পর সবুজ তাকে জোর করে আটকে রেখে রাতভর ধর্ষণ ও নির্যাতন করে।
তিনি আরও জানান, বুধবার সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে তিনি তার এক আত্মীয়কে ফোন করলে সেই আত্মীয় তাকে হাসপাতালে নিয়ে আসেন।
ভাটারা থানার ওসি নূরুল মুত্তাকিন বলেন, ঘটনার পর তিনি থানায় না এসে হাসপাতালে চলে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করেছে। ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ বিভাগের আরো..
বন্যপ্রাণী তক্ষক পাচার ও প্রতারণা চক্রে এক সদস্য আটক
টাঙ্গাইলের বাসাইলে শিশু তিশাকে গণধর্ষণের পর হত্যা চেষ্টায় গ্রেফতার ৩
খালেদার ১১ মামলার শুনানি ১৫ মার্চ