March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিনায় নিহতদের ৪১ জন বাংলাদেশি

ডেস্ক প্রতিবেদন : সৌদি আরবের মিনায় পবিত্র হজ অনুষ্ঠানের সময় পদদলিতের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হাজি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশের হজ অফিস।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে আমরা এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এটা এখনও ‘ভেরিফাইড’ করা হয়নি।

মরদেহ হস্তান্তর বা দাফনের বিষয়ে শহীদুল করিম জানান, অনেকেই আমাদের না জানিয়ে নিহত স্বজনের মরদেহ দাফন করে ফেলেছেন। এই কারণে নিহতদের সঠিক তথ্যটা আমাদের কাছে নেই।

তিনি আরও জানান, মক্কার বিভিন্ন হাসপাতালে ৬১ জন বাংলাদেশি হাজি এখনও চিকিৎসা নিচ্ছেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, ভিড়ে চাপা পড়ে নিহতদের বেশকিছু ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশি আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে শয়তান স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এছাড়া আরও নয় শতাধিক হাজি আহত হয়েছেন।

Print Friendly, PDF & Email