নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেণ্ডারিয়ায় সিঁড়ি থেকে পড়ে উকিল শেখ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে গেণ্ডারিয়ার গুল্টিগড় এলাকার রসুনের বস্তা নামানোর সময় পা পিছলে পড়ে উকিল শেখের মৃত্যু হয়।
উকিলের চাচাতো ভাই উজির জানান, সকাল ৮টার দিকে একটি ভবনের তিনতলা থেকে রসুনের বস্তা নামানোর সময় পা পিছলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, উকিল শেখের বাড়ি গোপালগঞ্জের মকসেদ পুর গ্রামে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো..
মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
সীতাকুন্ডে বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে থাকলেও নেভেনি
সীতাকুণ্ডে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪০