রাজশাহী প্রতিনিধি : সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে যাবজ্জীবন ও ১৩ জনকে পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩২ জনকে মামলা থেকে খালাস দেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর হরতাল চলাকালে সিরাজগঞ্জের ফকিরতলা সড়কে বেইলি ব্রিজ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন হরতালকারীরা। এ ঘটনায় ৪০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। তবে তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন এজাহারভুক্ত ৪০ জন ছাড়াও আরো ২০ জনকে অন্তর্ভুক্ত করে ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।
এ বিভাগের আরো..
খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর
বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নিরঙ্কুশ জয়
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক