নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালামে রফিকুল ইসলাম জোনায়েদ (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দারুস সালাম থানাধীন পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে মঙ্গলবার সকাল ৬টায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশের বুকের বাম পাশে ক্ষত এবং ফুটোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ওসি আরও জানান, রফিকুল ইসলাম ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি আবাসিক হোটেলের ব্যবসা করতেন। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বলা যাবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী