March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

২ উইকেটের পতন বাংলাদেশের

ডেস্ক : কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ দল টসে জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে নামিবিয়াকে। ব্যাটিংয়ে নেমে ৩২ ওভার ২ বলেই গুটিয়ে গিয়েছে নামিবিয়া দল। সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৬৫ রান।

৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল প্রথম ওভারেই উইকেট হারিয়েছে। পিনাক ঘোষ এই ম্যাচেও ০ রানে ফিরে গিয়েছেন সাজঘরে। কটজির বলে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। তারপর সাইফ হাসান কিছুটা সামাল দেওয়া চেষ্টা করলে তিনিও কটজির বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরে গিয়েছেন। এ প্রতিবেদন লেখা অবধি ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৭ ওভারে ২৯ রান।

নামিবিয়ার হয়ে দুটি উইকেটই নিয়েছেন ফ্রিটজ কটজি।

বাংলাদেশ ও নামিবিয়া দুই দলই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। এখন এই দুই দলেরই লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেপালের। আর যারা রানার্সআপ হবে তারা মুখোমুখি হবে ভারতের।

বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আজ জয়ের বিকল্প কিছুই ভাবছেন না। কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। জয়ের জন্য মরিয়া দুই দলের কে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসবেন তাই দেখার অপেক্ষা এখন।

Print Friendly, PDF & Email