নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সাল থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
তারা বলছেন, পিএসসি পরীক্ষা কোমলমতি শিশুদের উপর মানসিক চাপ সৃষ্টি করছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবকমহল আয়োজিত এক মানববন্ধনে অভিভাবকরা বলেন, সরকার ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। এটা সরকারের প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি হলো ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।
তারা বলেন, কোনো প্রয়োজন ছাড়াই পিএসসি পরীক্ষার নামে শুধু শুধু কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ ও অভিভাবকদের সীমাহীন হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।
তারা অরো বলেন, জিপিএ-৫ এর মূলা ঝুলিয়ে স্কুলগুলোতে বাচ্চাদের উপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করছে। স্কুল শেষে কোচিংসহ বাড়িতে রাত ১২টা পর্যন্ত পড়তে বাধ্য হচ্ছে শিশুরা। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করবেন অভিভাবকরা।
এ বিভাগের আরো..
তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী
আজকের সব বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখার কারণে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়