নিজস্ব প্রতিবেদক : ফাল্গুনের বাকি আর মাত্র ৩ দিন। এর পরই পাতাঝরা বসন্তের আবহে সাজবে প্রকৃতি। প্রকৃতির প্রিয় সেই বসন্তকে স্বাগত জানাতে রাজধানীজুড়ে নেমে এলো হঠাৎ বৃষ্টির পরশ।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের সময় থেকে শুরু হওয়া বৃষ্টির রেশ চলতে থাকে প্রায় এক ঘণ্টারও বেশি সময়।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে ক্রমশ উত্তপ্ত হতে থাকে ঢাকা নগরী। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টি এসে চারপাশে আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। বৃষ্টির সঙ্গে চলতে থাকে হিম শীতল মৃদু বাতাসের আবির্ভাব। এই হঠাৎ বৃষ্টিতে প্রকৃতির অন্ধকার আর প্রায় ঘুমন্ত রাজধানীতে নেমে আসে স্বস্তির নিশ্বাস।
বৃষ্টি আর মৃদু হিম শীতল বাতাসের কারণে নগরী তার উত্তপ্ত ভাব হারিয়ে রোমান্টিক হয়ে ওঠে। বৃষ্টি তবুও যেন টিপটিপ করে ঝড়তে থাকে।
জানালার কপাট খুলে বৃষ্টিকে গাছের পাতা আর রোডল্যাম্পজুড়ে ঝরে পড়তে দেখা যায়। রাস্তার পুরোভাগটা ভিজে যায় বৃষ্টিতে। হঠাৎ রোমান্টিক বৃষ্টির পরশে নগরীর ঘুম ধীরে ধীরে আরো গভীর হয়ে ওঠে।
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী