ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় দেড় বছর বয়সী শিশুকন্যা রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বাবা জামিল হোসেন (৪০) আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে জামিল হোসেন মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, জামিল হোসেন প্রথমে ছুরি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন। পরে সেই ছুরি দিয়ে নিজে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ ফিরে এলে ঘটনার কারণ জানা যাবে।
এ বিভাগের আরো..
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বন্যার্তদের মাঝে ‘ ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল’র উদ্যোগে খাবার বিতরণ
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী