June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শিশু কন্যাকে হত্যার পর পিতার আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় দেড় বছর বয়সী শিশুকন্যা রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বাবা জামিল হোসেন (৪০) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে জামিল হোসেন মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, জামিল হোসেন প্রথমে ছুরি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন। পরে সেই ছুরি দিয়ে নিজে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ ফিরে এলে ঘটনার কারণ জানা যাবে।