আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। বুধবার রাজধানী নেপিডো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে এটি বিধ্বস্ত হয় বলে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচক্র্যাফ্টের তৈরি যাত্রীবাহী বিমানটিতে মোট পাঁচজন আরোহী ছিল। রুটিন টহলের জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানবন্দরের কাছে একটি আবাদি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপর অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্য ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, চারজন নিহত হয়েছে এবং ধারণা করা হচ্ছে অপর একজন বেঁচে আছেন।
এ ব্যাপারে অবশ্য মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো..
কাতার বিশ্বকাপে বিবাহ-বহির্ভূত সম্পর্ক করলেই সাত বছরের জেল!
সবচেয়ে ছোট শিশুদের জন্য ফাইজার ও মডার্নার টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অস্ত্রভান্ডারে রাশিয়ার হামলা, সেভরোদনেৎস্কে প্রচন্ড লড়াই চলছে