নিজস্ব প্রতিবেদক : প্রথম দফায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে নিজ কক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
আসাদুজ্জামান জানান, প্রথম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। ৩ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তিনি জানান, এবারের ইউপি নির্বাচন দলীয়ভাবে করা হচ্ছে এবং নির্বাচন ৬ ধাপে করা হবে। প্রথম দফায় ৭৫২টি ইউপি নির্বাচন ২২ মার্চ, দ্বিতীয় দফায় ৭১০টি ইউপি নির্বাচন ৩১ মার্চ, তৃতীয় দফায় ৭১১টি ইউপি নির্বাচন ২৩ এপ্রিল, চতুর্থ দফায় ৭২৮টি ইউপি নির্বাচন ৭ মে, পঞ্চম দফায় ৭১৪টি ইউপি নির্বাচন ২৮ মে এবং ষষ্ঠ দফায় ৬৬০টি ইউপি নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরো..
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী