অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক লেনদেন বন্ধের কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করেনি।
রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এ কথা বলেন।
তিনি জানান, কোনো কোনো ব্যাংক যদি আন্তঃব্যাংক লেনদেন বন্ধ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার আন্তঃব্যাংক সেবা বন্ধের ঘোষাণা দেওয়া হয়। ব্যাংকগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ব্যক্তিগত নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেয়, যা আজ রোববার কয়েকটি ব্যাংক কার্যকর করেছে। এ সিদ্ধান্তের ফলে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না।
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী