সচিবালয় প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানীতে আন্তর্জাতিকমানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে সরকার রাজধানীর চাঁনখার পুল এলাকায় ঢাকা মেডিকেল কলেজের পাশে একটি আন্তর্জাতিকমানের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এটির নাম হবে ‘শেখা হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। আগামী মাসে প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।’
এ বিভাগের আরো..
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী