June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাগেরহাটে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

বাগেরহাট প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় জেলার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের বাবা ও ভাই নিহত হয়েছেন।

উপজেলার বাঁধাল ইউনিয়নের বিছট এলাকায় বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে সোমবার সকাল সাড়ে ১১দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের বাবা শেখ আনোয়ার হোসেন (৭৮) ও তার ছোট ভাই হুমায়ুন কবির শেখ (৪০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সাইনবোর্ড বাজার থেকে মোটরসাইকেলে করে মোড়েলগঞ্জ যাচ্ছিলেন আনোয়ার হোসেন ও তার ছেলে কবির শেখ। পথে বিছট এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চেয়ারম্যানের বাবা মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে ভাই মারা যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।