March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ত্বক উজ্জ্বল এবং টানটান করতে মাখুন কমলালেবুর রস

জানেন কী শুধু খাবার হিসেবেই নয় রূপচর্চাতেও কমলালেবুকে সঙ্গী করলে মিলবে ঝকঝকে তাক লাগানো ত্বক। কী ভাবে ব্যবহার করবেন কমলালেবুকে, দেখে নিন-

• ত্বকে মাখুন কমলালেবুর রস। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। ময়লা জমে বন্ধ হয়ে যায় ত্বকের ছিদ্রগুলি। তার থেকে হতে পারে ব্রণ। এই পদ্ধতি অবলম্বন করলে অনায়াসেই মিলবে উজ্জ্বল ত্বক।

• টোনার হিসেবে ব্যহগার করুন কমলালেবুর রস।

• দইয়ের সঙ্গে মিশিয়ে মাখুন কমলালেবুর গুঁড়ো। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক ভাবে ব্লিচ করা যাবে ত্বক।

• ব্রণর উপর সরাসরি লাগান কমলালেবুর রস। নিয়মিত লাগালে ব্রণ মিলিয়ে যাবে।

• ত্বকের অক্সিজেন সরবরাহ ঠিক রেখে ত্বককে উজ্জ্বল করে কমলালেবুর রস।

• বডি স্ক্র্যাবার হিসেবে ব্যবহার করুন কমলালেবুর খোসার গুঁড়ো।

Print Friendly, PDF & Email