June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি ১২ আসামি

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীর পবায় দুই শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক সেনা ও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের বাহিনীতে প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ। তবে এই নির্যাতনের পাঁচ দিনেও ১৩ আসামির ১২ জনই গ্রেপ্তার হয়নি।

নির্যাতনের শিকার দুই শিশু জাহিদ হাসান ও ইমন এখনো পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা বলছেন যে,তাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে মানসিক চাপ দূর করতে কাউন্সিলিং চলছে। মোবাইল ফোন চুরির অভিযোগে গত শুক্রবার জাহিদ ও ইমনকে নির্যাতন করা হয়। এ ঘটনায় শনিবার রাতে মামলা করেন জাহিদের বাবা। ওই রাতেই আজিজুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।