July 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অমর একুশে বইমেলা

জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। আজও মেলায় এসেছে নতুন বই। বাড়ছে পাঠকের উপস্থিতিও। এ বছর বেচাকেনা আর সার্বিক পরিবেশ নিয়ে প্রকাশকরা সন্তুষ্ট হলেও লেখকের উপস্থিতি চেখে পড়ছে কম।

Omor Ekhushe

এবারের বইমেলার পরিধি বড় হওয়ায় চোখে পড়ছে না আগের মতো তীব্র ভিড়। তবে বইপ্রেমীদের আনাগোনা কমেনি মোটেও।

আজও  প্রতিটি স্টলেই ছিল পাঠকের উপস্থিতি। মেলা ঘুরে পছন্দের বই কিনেছে অনেকেই। নতুন প্রকাশিত বই শুধু নয়, কালজয়ী বইয়েও আগ্রহের কমতি নেই পাঠকের। বেচাকেনা আর মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা।