July 2, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চলে গেলেন মার্টিন ক্রো

বিদেশ ডেস্ক :  লিম্ফোমা নামক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। ২০১২ সাল থেকে লিম্ফোমা নামক জটিল রোগে ভুগছিলেন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। ১৯৮২ সালে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের মধ্যদিয়ে শুরু হয় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। এরপর নিউজিল্যান্ডের হয়ে ৭৭ টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন মার্টিন। টেস্টে ১৭টি ও ওয়ানডেতে কিউইদের হয়ে ৪টি শতক হাঁকিয়েছেন মার্টিন।

১৯৯৫ সালে অবসর নেয়ার পর থেকে একই সাথে ব্রডকাস্টার ও উপস্থাপক হিসেবেও কাজ করতেন তিনি।