নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি করতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা।
পল্টন মডেল থানা পুলিশ জানিয়েছে, মীর কাসেমের ফাঁসির রায় আপিলে বহাল থাকায় নয়াপল্টন কার্যালয়ের সামনে কোন ধরনের র্যালি করতে দেয়া হবে না।
মঙ্গলবার বেলা ১১টায় র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে। নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেত্রীরা।
এদিকে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় র্যালি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থানরত গোয়েন্দা কর্মকর্তারা।
পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, অনুমতি নেই তাই মহিলা দলের নেত্রীদেরকে র্যালি করতে দেয়া হবে না।
তবে পুলিশের নিষেধাজ্ঞা ভেঙ্গে মহিলা দলের নেত্রীরা র্যালি করবেন কিনা তার জন্য পূর্ব নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ বিভাগের আরো..
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের
বিএনপি’র ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : ওবায়দুল কাদের
আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।