March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মার্কিন বিমান হামলায় নিহত ১৫০

বিদেশ ডেস্ক : সোমালিয়ার আল-সাবাব জঙ্গি আস্তানায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১৫০ জন আল-সাবাব বাহিনী নিহত হয়েছে। খবর বিবিসির।

পেন্টাগনের মূখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস দাবি করে বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর ওপর বড় ধরণের নাশকতা তৈরী করার পরিকল্পনা ছিল তাদের। সেই লক্ষ্যেই নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিল তারা। সেই প্রশিক্ষণ ক্যাম্পেই বিমান হামলাটি করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫০ জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’

ডেভিস জানান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হয়েছে সেই হামলায়। রাজধানী মোগাদিসুর ১৯৫ কি.মি. উত্তরে রাসো ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে।

পেন্টগন বিবিসিকে জানায়, এর আগে বেশ কয়েকদিন ক্যাম্পটিকে নজরে রাখা হয়েছিল। তবে ঠিক কি ধরণের নাশকতার পরিকল্পনা ছিল তাদের, সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি।

আল কায়েদার অন্যতম শাখা আল সাবাবকে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোগদিসু থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। এরপর থেকেই পশ্চিমা মদদপুষ্ট সরকারকে উচ্ছেদ করতে প্রায়ই হামলা চালিয়ে আসছে দলটি।

Print Friendly, PDF & Email