March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল সাড়ে তিন ঘণ্টা

ডেস্ক : ভারত সহ বিশ্বের ১৩টি দেশের আকাশে আজ ছিল সূর্যগ্রহণের ছবি। অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া সুমাত্রা মালয়েশিয়া থেকে ধরা পড়েছে পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল  সাড়ে তিন ঘণ্টার মতো। খবর ভারতীয় অনলাইন পোর্টালের।

download1

তবে ভারতে ধরা পড়েছে আংশিক সূর্যগ্রহণ। সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় গ্রহণ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখা যায় গ্রহণ। উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে গ্রহণ দেখা গিয়েছে। গ্রহণ দেখা গিয়েছে দক্ষিণের কোচি থেকে উত্তর-পূর্বের গুয়াহাটি, এমনকি শিলিগুড়ির আকাশেও। কলকাতার আকাশেও ধরা পড়েছে গ্রহণের ছবি।

বিবিসি জানায়, ইন্দোনেশিয়াসহ প্যাসিফিক অঞ্চলের লাখ লাখ মানুষ সূর্যগ্রহণের দৃশ্য অবলোকন করেছে।

বাংলাদেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে জানিয়েছেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা। তিনি জানান, ঢাকার সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে। সূর্যগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে। আর এ গ্রহণ শেষ হয় ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।

বলা যায়, এটাই ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ।

Print Friendly, PDF & Email