July 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীর মগবাজারে অবস্থিত কাজী ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে অবস্থিত কাজী ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আব্দুল জলিল। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে অষ্টম-তলাবিশিষ্ট ওই ভবনে আগুন লাগে।

ভবনের দোতলার বাসিন্দা আজিজ আহমেদ চৌধুরী জানান, শুক্রবার আটতলার ই-৭ ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া ওঠে। সন্ধ্যার পর বাথরুমে বাল্ব লাগাতে গেলে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খন্দকার আব্দুল জলিল জানান, বাথরুমের উপর ফলস সিলিংয়ে পুরনো কাগজ জমিয়ে রেখেছিল ভাড়াটিয়ারা। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, ভবনে আর কোনো ঝুঁকি নেই। বাসিন্দারা সবাই নিজেদের ফ্ল্যাটে উঠতে শুরু করেছেন।