ডেস্ক প্রতিবেদন : গরম মানেই প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি। আর গায়ে দুর্গন্ধ। ডিওডরান্ট লাগালেও অনেক সময় সারাদিনের শেষে ফিরে আসে দুর্গন্ধ। জেনে নিন ৮টি ঘরোয়া উপায়।
ভিনেগার: ভিনেগারে তুলো ভিজিয়ে বগলে লাগান অথবা স্প্রে বোতলে ভিনেগার ভরে স্প্রে করে নিন।
লেবুর রস: গোসলের পর বগলে লাগিয়ে নিন লেবুর রস। রেহাই পান সারাদিনের দুর্গন্ধ থেকে।
বেকিং সোডা: এক টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বগলে লাগান। দু’মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
দুর্বা ঘাস: এক কাপ জলে দুই টেবিল চামচ দুর্বাঘাসের রস মিশিয়ে রোজ সকালে খান।
টি ট্রি অয়েল: এক আউন্স জলে দু’ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে নিন বগলে।
রোজমেরি: চার কাপ গরম জলে রোজমেরি ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এই জলে গোসল করুন।
টমেটো: গোসলের জলে টমেটোর রস মিশিয়ে স্নান করুন। গায়ে গন্ধ হবে না।
শালগম: শালগমের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। বেটে বগলে লাগান। শুকিয়ে গেল গরম জলে ধুয়ে নিন। ১০ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।
এ বিভাগের আরো..
স্বাস্থ্য ভালো করার কার্যকর উপায়
গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি
যুদ্ধাপরাধসহ গুরুত্বপূর্ণ মামলায় লড়েছেন অ্যাটর্নি জেনারেল