March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রেললাইনের উপর চলন্ত হাসপাতাল

ডেস্ক  প্রতিবেদন :যাত্রী নিয়ে চলছে ট্রেন। আর ট্রেনেই দেওয়া হচ্ছে অসুস্থ মানুষের সেবা। শুধু সেবা না, সেখানে করা হচ্ছে জটিল অপারেশনও। হ্যাঁ, এমনই হাসপাতাল আছে।

আর এই ধরণের হাসপাতালের যাত্রা শুরু হয়েছে ভারতীয়দের হাত ধরে। চলন্ত এই হাসপাতালের নাম লাইফলাইন এক্সপ্রেস বা জীবনরেখা এক্সপ্রেস। পৃথিবীর প্রথম চলমান হাসপাতাল। বিশেষভাবে তৈরি করা হয়েছে ‌‌ভারতীয় রেলের এই ট্রেনটির শীতাতপ-নিয়ন্ত্রিত কামরাগুলো । প্রতিটি ট্রেনে অপারেশন থিয়েটার আছে দু’টি করে। রয়েছে তিনটি অপারেটিং টেবিল, একটা জীবাণুমুক্ত করার ঘর।

এই ট্রেনে নিয়মিত বিভিন্ন সার্জিক্যাল অপারেশন হয়।

Print Friendly, PDF & Email