July 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সংঘর্ষ পিকআপ-অটোরিকশা, মা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তিতাবটগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সোয়া ৬টার দিকে তিতাবটগাছ নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

নিহতরা ঢাকা থেকে বাস যোগে মিরসরাই বারৈয়ার হাট এলাকায় নেমে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।