ডেস্ক প্রতিবেদন : শুনে অবাক হচ্ছেন! কিন্তু খবরটা অবাক করা হলেও সত্যি। অন্তত মুম্বইয়ের একটি মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। ঠিক কী বলছে এই রিপোর্ট? খুব সম্প্রতি হৃতিক রোশন নাকি কঙ্গনা রানাউতকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিশে হৃতিকের অভিযোগ, কঙ্গনা তাঁর ভাবমূর্তি নষ্ট করতে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছেন।
নোটিস পেয়ে চুপ করে থাকেননি কঙ্গনাও। তিনিও পাল্টা আইনি নোটিস পাঠিয়ে তাঁকে ভয় দেখানো এবং অপদস্থ করার অভিযোগ এনেছেন হৃতিকের বিরুদ্ধে। ওই রিপোর্ট অনুযায়ী, কঙ্গনা তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি মারফত্ একটি একুশ পাতার লম্বা চওড়া আইনি নোটিস পাঠিয়েছেন হৃতিক রোশনকে।
বেশ কিছু দিন ধরেই বলিউডে কঙ্গনা-হৃতিকের সম্পর্কের ‘ফেলে আসা দিনগুলি’ নিয়ে জলঘোলা হচ্ছিল। সাম্প্রতিক অতীতে পরোক্ষ বাদানুবাদেও জড়িয়ে পড়েছেন এই দু’জন। এ বার তাঁদের অতীত নিয়ে এই ঝামেলা রীতিমতো আদালতে গড়াল।
সোজা আইনি নোটিশ! ভাবা যায়?
সুত্র: আনন্দবাজার
এ বিভাগের আরো..
প্রকাশ পেল কেকের শেষ গান
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান নির্বাচিত