June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা

ডেস্ক প্রতিবেতন  : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচার জন্য আমিশার সঙ্গে চুক্তি করা হয়েছিল। এর জন্য অগ্রিম সম্মানীও দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে যাননি আমিশা।

এতে স্কুল কর্তৃপক্ষকে আর্থিক ক্ষতির পাশাপাশি সম্মান হারাতে হয়েছে বলে দাবি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন দালিমস সানবিম স্কুলের পরিচালক তরুণ রুপানি।

গত ৮ মার্চ আমিশা ও তার দুই ম্যানেজার কুনাল কুমার, অনিল জৈন ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শরিফের বিরুদ্ধে আদালতে এ অভিযোগ দায়ের করা হয়।

স্কুল কর্তৃপক্ষের দাবি, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষ আমিশাকে বার্ষিক অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়। এর জন্য আমিশাকে তিন লাখ রুপি অগ্রিম দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিল এর শুনানি হবে।