June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘অবিবাহিত’ মা গ্রেফতার সন্তানকে ওভেনে রাখার অভিযোগে

 বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাসহা সোনটেল হ্যাচার (৩৫) নামে এক নারীকে তার নিজ মেয়েকে ব্যক্তিগত ওভেনে রাখার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির পত্রিকা হাফিংটন পোস্ট জানায়, ঘটনার জন্য স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ হ্যাচারকে গ্রেফতার করে।

পত্রিকাটির খবরে বলা হয়, ওভেনে থাকার কারণে দুই বছরের শিশুটির শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। শিশুটিকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ফর্ট ওর্থ হেরিস মেথোডিস্ট হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটে। পরে ডালাসের পার্কল্যান্ড বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃত হ্যাচার পুলিশের কাছে তার মেয়েকে ওভেনে রাখার কথা স্বীকার করেছে।

হ্যাচারের ফেসবুকের তথ্য অনুযায়ী, সে একজন অবিবাহিত মা এবং স্থানীয় একটি ধর্মীয় উপাসনালয়ে কাজ করে।

স্থানীয় বাসিন্দারা জানায়, হ্যাচার মাদকাসক্ত ছিলেন। এর আগে তার ছেলে সন্তানকে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসের হস্তক্ষেপে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। তখন তার ছেলের বয়স ছিল মাত্র ৭ বছর।