ডেস্ক প্রতিবেদন : কুড়িগ্রামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৭টায় সদরের গাড়িয়ালপাড়ার আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৫) তার নিজ বাসার পার্শ্ববর্তী রাস্তায় হাঁটছিলেন। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ৩জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে স্থান ত্যাগ করে।
মৃত হোসেন আলী ১৭ বছর আগে স্বপরিবারে ধর্মান্তরিত হয়ে খৃষ্টান ধর্ম গ্রহণ করেন। বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আপাতত তদন্তের স্বার্থে এখনই পুরো বিষয়টি বলা যাচ্ছে না। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো..
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বন্যার্তদের মাঝে ‘ ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল’র উদ্যোগে খাবার বিতরণ
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী