June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ক্যাবারেট’র টিজার, দেখা মিলেছে আবেদনময়ী রিচা রাড্ডার (ভিডিও)

বিদেশ ডেস্ক : প্রকাশ পেয়েছে বলিউডের বহুল আলোচিত রোমান্টিক ড্যান্স ফিল্ম ক্যাবারেট’র টিজার। আর টিজারে দেখা মিলেছে আবেদনময়ী রিচা রাড্ডার।

‘সিনেমায় রিচার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। সে সিনেমার হিরো। সিনেমার আত্মা সে’, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন সিনেমাটির প্রযোজক পূজা ভাট।

ক্যাবারেট সিনেমাটিতে নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হয়েছে রিচাকে। সিনেমায় সিগারেট টানতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। এ জন্য সিনেমার শুটিং ছেড়ে কয়েকদিন বিশ্রামেও থাকতে হয় তাকে। কারণ বাস্ততে ধূমপান করেন না তিনি।

সিনেমার নাম ক্যাবারেট হওয়ায় অনেকে মনে করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী হেলেনের জীবনের নানা দিক তুলে ধরা হবে এখানে। কারণ বলিউড সিনেমায় ক্যাবারেট ড্যান্সের জন্য হেলেন বিশেষভাবে পরিচিত। তবে পরবর্তীতে গুঞ্জনটি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন পূজা ভাট।

ক্যাবারেট সিনেমাটি পরিচালনা করছেন কৌস্তাভ নারায়ণ এবং প্রযোজনা করছেন পূজা ভাট এবং ভূষণ কুমার। রিচা চান্ডা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন গুলশান দেভাইয়া, রাহুল রয় এবং ক্রিকেটার শ্রীশান্ত।

দেখুন ভিডিও: ক্যাবারেট সিনেমার টিজার