ডেস্ক প্রতিবেদন : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন। সমাবেশ বক্তারা বলেন, সংরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক।
এসময় তারা এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনারও দাবি জানান। দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলন করবে বলেও তারা হুশিয়ারি জানান।
এ বিভাগের আরো..
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বন্যার্তদের মাঝে ‘ ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল’র উদ্যোগে খাবার বিতরণ
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী