১)
কৃষ্ণচুড়া নবমেঘ এই বৃষ্টি বৈশাখের গান
ধূসরিত আকাশের রক্তমেঘ মায়াবী সকাল
মেঘের নীলিমা মাখা শৈশবের স্মৃতির বৈকাল
কুলসিত এই পথ সবুজের চৈত্রময় প্রান।
এই মেঘ কল শোভা বাংলার ছবিময় মাঠ
ভোরের নবীন সূর্যঃ আনন্দের সোনালী আকাশ
বৈশাখে কানন অালো মধুময় নিভৃত বাতাস
আবার বৈশাখ অাসো হৃদয় চেতনার ঘাট।
২)
আজিকার এই শুভদিন হোক মিলনের রাখী গান,
শুভ সন্ধ্যার মধুময় তিথি জেগে থাক-এইপ্রান।
তোমার জীবনে সোনার মাধরী, ফুটিয়াছে কত ফুল,
আমার প্রানের গভীরে আজিকে হৃদয়ের শত দুল।
প্রেমের অারতি শুভ কাজের প্রখম রজনী অাজি,
এই আসরের মল্লিকা গানে ভরিয়াছে নব সাজি।
স্বপ্নের যৌবন গান হিরন্ময় হোল সত্য কত,
প্রেমের বাসরী রাত বৈশাখের স্নেহ শত শত
আলোময় হোক নিত্য জীবনের এই গন্ধরানী
অক্ষয় কিরনে থাক বৈশাখের মধুময় বানি।
( নটো কিশোর আদিত্য )
এ বিভাগের আরো..
তোমার জ্যোস্না ধোয়া চুল
চিত্রশিল্পী কাজী আনোয়ারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
শুরু ভাষার মাস, রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি