নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য উৎসাহব্যঞ্জক।
কৃষিতে অগ্রগতি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুর উন্নয়নে বাংলাদেশের সফলতার প্রশংসা করে এ অর্জনকে ‘বিস্ময়কর’ বলেও মন্তব্য করেন তিনি।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এসব কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
ভুটানকে সবসময় সহায়তা করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাষ্ট্রদূত পেমা। দারিদ্র্য বিমোচন এবং নারী ও শিশুর উন্নয়নে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ এজন্য উষ্ণ অভিনন্দন জানান পেমা।
ভুটান বাংলাদেশ থেকে চাল কিনতে আগ্রহী জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে চালের দর নির্ধারণ নিয়ে আলোচনায় শুরু হয়েছে।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভুটান বিশেষ জায়গা করে নিয়েছে। কারণ, ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আনতে প্রস্তুত।
দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
বিবিআইএন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল চার রাষ্ট্রের জন্য লাভজনক হবে। বিবিআইএনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের বাজার সৃষ্টি করতে পারবো।
ভুটান ও নেপাল সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময় জনগণের কথা ভাবতেন। আমরাও জনগণে কল্যাণে কাজ করছি।
এ বিভাগের আরো..
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশকে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী
পুলিশকে শান্তি বজায় এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে হবে : প্রধানমন্ত্রী