June 6, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নতুন করে অজয়ের প্রেমে পড়লেন কাজল!

ডেস্ক প্রতিবেদন :  অজয় দেবগণ এবং কাজলকে দেখলে এখন একটি জনপ্রিয় বিজ্ঞাপনের এই জনপ্রিয় লাইটিই মনে পড়বে। বিয়ের ১৭ বছর পরেও তুমুল রোমান্টিক তাঁরা।

আপাতত বুলগেরিয়ায় শুটিংয়ে ব্যস্ত অজয়। মুম্বইতে বসে ‘হাবি’কে মিস করছিলেন কাজল। তাই আর অপেক্ষা না করে ব্যাগ গুছিয়ে সোজা বুলগেরিয়া পৌঁছলেন নায়িকা। দিনভর শুটিংয়ের পর একান্তে কিছুটি সময় কাটালেন। গল্প, আড্ডা, জমাটি ডিনারে কিছুটা সময় কাটালেন তাঁরা। রোমান্টিক মোমেন্টের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন এই তারকা দম্পতি। তাঁদের এই প্রেমের খুনসুটি বি-টাউনে এখন নতুন চর্চার বিষয়।