June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজবাড়ী প্রেসক্লাবের তৃতীয় তলার নির্মাণ কাজ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী প্রেসক্লাব ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজ গতকাল ২৮শে মার্চ-২০১৬ উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি কাজী ইরাদত আলী নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিনসহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন -রবিউল ইসলাম।