June 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাহিদের স্ত্রী মীরা অভিনয়ে আসছেন ?

ডেস্ক প্রতিবেদন :  শাহিদ কপূরের সঙ্গে বিয়ের পর কেটেছে মাত্র কয়েক মাস। এর মধ্যেই মীরা রাজপুতকে নিয়ে বি-টাউনে শুরু হয়েছে নয়া জল্পনা। অনেকেই জানতে চাইছেন, ‘বেবি ওয়াইফ’ কি অভিনয়ে আসছেন? এমনিতে বিভিন্ন মুডের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে বেশ আপডেটেড থাকেন মীরা। কিন্তু বলিউড এন্ট্রির বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

তবে এ বিষয়ে মুখ খুললেন শাহিদের বাবা পঙ্কজ কপূর। তাঁর কথায়, ‘‘এটা মীরার জীবন। ও যেটা চায়, সেটাই করতে পারে। ও তো আমার মেয়ের মতোই। ফলে অভিনয় করতে চাইলে আমাদের পরিবার থেকে কোনও বাধা আসবে না। বরং আমরা ওকে সাপোর্ট করব।’’

সব মিলিয়ে মীরা যে জমিয়ে সংসার করছেন, তা পঙ্কজের কথা থেকে বোঝাই যাচ্ছে। কিন্তু অভিনয়ে আসবেন কি না তা এখনও স্পষ্ট নয়।