July 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রিজার্ভ চুরি : ৩ কোটি ১০ লাখ ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা: রালফ রেক্টো

ডেস্ক প্রতিবেদন :  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ৩ কোটি ১০ লাখ ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্স সিনেটের প্রেসিডেন্ট রালফ রেক্টো।

ফিলিপিন্সের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন এরমধ্যে কিম অংয়ের সোলায়ার ক্যাসিনো থেকেই ১ কোটি ৪০ লাখ ডলার উদ্ধার সম্ভব। মঙ্গলবার ফিলিপিন্স সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু -রিবন কমিটির জিজ্ঞাসাবাদে কিম অং জানান সোলায়ার ক্যাসিনোয় ৪৬ লাখ ৩০ হাজার ডলার রয়েছে।

এছাড়া অংয়ের আরেক প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে রয়েছে ১ কোটি ডলার। কিম দাবি করেন রূপান্তর হওয়া ১ কোটি ৭০ লাখ ডলার এখনো ফিলরেমেই রয়েছে।

এসব বিবেচনায় রালফ রেক্টো বলেছেন রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র ৩ কোটি ১০ লাখই বাংলাদেশ ফেরত পেতে পারে।