নিজস্ব প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুত স্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মানিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট ইউনিয়নের হাজরানীয়া গ্রামের আতিকুল ইসলাম(৩৫) ও তার ছেলে বরাত হোসেন (৬)।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় আতিকুল ইসলাম তার ছেলে বরাতকে নিয়ে তুষভান্ডারের মানিক বাজার এলাকার তার স্ত্রীর খালু মজিবর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তার ছেলে বরাত খেলতে খেলতে ওই বাড়ির পার্শ্বে বিদ্যুত চালিত সেচ পাম্পের তারের উপর হঠাৎই হাত পরে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারের সাথে আটকে যায়।
বাবা ছেলেকে বাঁচাতে ছুটে গিয়ে তারে হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পিতা-পূত্রের মৃত্যু হয়।
তিনি আরো জানান, পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে তার গ্রামের বাড়িতে পাঠান।
এ বিভাগের আরো..
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বন্যার্তদের মাঝে ‘ ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল’র উদ্যোগে খাবার বিতরণ
সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী