July 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কেরানীগঞ্জে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে দুই গ্রুপের গোলাগুলিতে শহিদুল ইসলাম শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আরো দুজন গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

শুভ ঢালিকান্দি গ্রামের আলাল মোল্লার ছেলে। তার মৃত্যুতে তার বাবা-মা জ্ঞান হারিয়ে ফেলেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুরতহাল রিপোর্টও করা হবে বলে সূত্র জানায়।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আর গোলাগুলির ঘটনায় রাতে থানায় মামলা হবে।