অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় প্রাক্তন দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে প্রাক্তন গভর্নর ফরাস উদ্দীনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করে।
ব্যাংক সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নাজনীন সুলতানা বাংলাদেশ ব্যাংকে আসেন। তাকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুর সাড়ে ৩টার দিকে আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ৪টার দিকে ড. ফরাস উদ্দীনের জন্য বরাদ্দকৃত কক্ষ থেকে বের হয়ে আসেন।
এ ব্যাপারে ব্যাংক বা তদন্ত কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনু্ষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে জানা গেছে।
এ বিভাগের আরো..
ই-ক্যাবের নির্বাচন: শমী কায়সার সভাপতি, আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক
সংসদে অর্থমন্ত্রীর ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ শুরু
রেমিটেন্সের বিপরীতে নগদ সহায়তা পদ্ধতি সহজ করলো বাংলাদেশ ব্যাংক