আদালত প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় আগামী ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ মামলায় বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন মহানগর দায়রা জজ। ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ি এলাকায় একটি বাসে পেট্রোল বোমায় দগ্ধ হন ৩১ যাত্রী। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর আলম নামের এক যাত্রী। পরদিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।
এ বিভাগের আরো..
খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর
বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নিরঙ্কুশ জয়
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক