সাভার প্রতিনিধি : সাভারে লাভলী আক্তার নামে (১৯) এক গার্মেন্টস কর্মীকে অপহরণের পর ধষর্ণের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে (৩২) আটক করেছে পুলিশ।
পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা থেকে রবিবার রাতে তাকে আটক করা হয়।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, পারভেজের বন্ধু রাব্বির সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। তবে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বিয়ের কিছুদিন পরেই তা বিচ্ছেদে গড়ায়। এদিকে ২২ মার্চ মঙ্গলবার লাভলী আক্তার সাভার সিটি সেন্টারে কেনাকাটা করতে এলে সাবেক স্বামী রাব্বি, সুজন ও পারভেজসহ ৫ বন্ধু মিলে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এরপর লাভলীকে পৌর এলাকার ভাগলপুর মহল্লার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে তারা।
তিনি জানান, এ ঘটনায় রবিবার রাতে লাভলী আক্তার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে লায়ন পারভেজকে আটক করা হয়েছে।
এ বিভাগের আরো..
বন্যপ্রাণী তক্ষক পাচার ও প্রতারণা চক্রে এক সদস্য আটক
টাঙ্গাইলের বাসাইলে শিশু তিশাকে গণধর্ষণের পর হত্যা চেষ্টায় গ্রেফতার ৩
খালেদার ১১ মামলার শুনানি ১৫ মার্চ