September 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অবিশ্বাস্য এক বিয়ে, খরচ হয়েছে ৬৬০০ কোটি টাকা

ডেস্ক প্রতিবেদন : অবিশ্বাস্য এক বিয়ে, যেন রূপকথার মতো! বর কাজাখস্থানের তেল ব্যবসায়ী। বয়স ২৮ বছর। কনে ২০ বছরের রুশ সুন্দরী। মস্কোয় বসেছিল এমন রাজকীয় বিয়ের আসর।

এই বিয়েতে খরচ হয়েছে ৬৬০০ কোটি টাকা। তার চেয়ে বড় খবর হলো, এই বিয়েতে নেচে গেয়ে অতিথিদের মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

এই বিয়ে যেন হার মানিয়েছে অন্য যে কোনো বিয়ের রেকর্ডকে। বিশ্বের সবচেয়ে দামী এই বিয়েতে কনের গাউন এসেছিল প্যারিস থেকে। সেই গাউন বয়ে নিয়ে চলার জন্যও ছিল কয়েকজন সাহায্যকারী। মাথার চুলে হীরে খচিত মুকুট, হাতে রত্নখচিত গ্লাভস, গলায় হীরের নেকলেস আর অনামিকায় হীরের আঙটি। বিভিন্ন ধরনের মায়াবী আলো আর ফুলে ঢাকা বিয়ের মণ্ডপে নব দম্পতি একটি ৯ তলা কেকও কাটেন।